মালদা

মালদায় সোনার দোকানে চুরি,চুরির ঘটনা ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়

দিনের আলোয় ঘটল সোনার দোকানে অলঙ্কার চুরির ঘটনা। তাও আবার পুলিশ পরিচয় দিয়ে সোনার অলঙ্কার দেখার ছলে চুরি করে পালালো দুষ্কৃতি। দোকানে থাকা সিসিটিভির ক্যামারাতে ধরা পড়লো সেই অভিনব চুরির পদ্ধতি। মালদা শহরের স্বর্ণ ব্যবসায়ী বাজার এলাকায় এমন চুরির ঘটনাটি ঘটে। সিসিটিভির ছবি দিয়ে অভিযোগ জানানো হয়েছে ইংরেজবাজার থানাতে। তবুও হেলদোল নেই পুলিশের। গত এক মাসে এই এলাকার তিনটি সোনার দোকান থেকে এমন চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে স্বর্ণ ব্যবসায়ী মহলে। আর এই নিয়ে স্বর্ণ ব্যবসায়ী মহল থেকে পুলিশি নিষ্কৃয়তার অভিযোগ উঠছে বার বার। 

এই ঘটনায় বিকাশ সাহা নামে এক স্বর্ণ ব্যবসায়ী জানায়, এদিন দোকানে এক ব্যক্তি আসেন, নিজেকে পুলিশ আফিসার বলে পরিচয় দেন। এরপর দোকানে থাকা একের পর এক স্বর্ণ অলংকার দেখতে চান। বিভিন্ন অলংকার হাতে নিয়ে দেখে মেয়েকে নিয়ে আসার নাম করে বেড়িয়ে যায়। এরপরেই তিনি লক্ষ্য করেন একটি চেন ও একটি মঙ্গল সুত্র নেই। এই ঘটনায় ইংরেজ বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/6MK_yVGOm8I